Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যআবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইস্তফা দিলেন প্রধান-সহ ১৭জন পঞ্চায়েত সদস্য

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইস্তফা দিলেন প্রধান-সহ ১৭জন পঞ্চায়েত সদস্য

স্টাফ রিপোর্টার : আবাস যোজনায় ভয়াবহ দুর্নীতির অভিযোগ।আর তার জেরে এবার মুর্শিদাবাদের ভরতপুর ২ পঞ্চায়েতে একেবারে দল বেঁধে গণ ইস্তফা দিলেন প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা। শাসকদলের ১৭জন পঞ্চায়েত সদস্য শনিবার গণ ইস্তফার চিঠি দেন।বিডিও অফিসে গিয়ে রিসিভিং সেকশনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।তাঁরা সকলেই তৃণমূলের।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইস্তফা দিলেন প্রধান-সহ ১৭জন পঞ্চায়েত সদস্য

এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সৈয়দ নাসিরুদ্দিন জানিয়েছেন, অসহায়,মাটির বাড়ি, ঝুরঝুরে মাটি ঝড়ে পড়ছে সেই মানুষরা ঘর পাননি।( এরপরই কেঁদে ফেলেন তিনি) । তিনি বলেন, আমরা চাই গরীব মানুষ ঘরটা পান। কিন্তু তাঁরা পাননি। ছিটেবেড়ার বাড়ি, শীতের রাতে কষ্ট পাচ্ছেন, শীতে থরথর করে কাঁপছে, সেই মানুষগুলো চিৎকার করে আমাদের সামনে কাঁদছেন।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইস্তফা দিলেন প্রধান-সহ ১৭জন পঞ্চায়েত সদস্য

আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। (এরপর ফের কেঁদে ফেলেন তিনি)।পঞ্চায়েত প্রধানের দাবি, বুকে ব্যথা নিয়ে পদত্যাগ করছি।তবে গোটা পরিস্থিতি সম্পর্কে দলের তরফে খোঁজ নেওয়া শুরু হয়েছে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইস্তফা দিলেন প্রধান-সহ ১৭জন পঞ্চায়েত সদস্য

এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি মুর্শিদাবাদ-বহরমপুরে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহ রায়। বরং তিনি জনান, বিষয়টি শুনেছেন তিনি। উচ্চস্তরে কথা বলে বিশদ জানাবেন। এদিকে বিরোধীদের অভিযোগ, গোটা জেলা জুড়েই এই অবস্থা। ভুরি ভুরি দুর্নীতি। কাটমানির বিনিময়ে এসব করা হয়েছে বলে অভিযোগ।

Most Popular