Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যশাঁখা-পলা পরে টেট দিতে বাধা! দায়ের মামলা

শাঁখা-পলা পরে টেট দিতে বাধা! দায়ের মামলা

স্টাফ রিপোর্টার: প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় হাতে শাঁখা-পলা পরে এক গৃহবধূকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যা নিয়ে এবার মামলা গড়াল কলকাতা হাই কোর্টে। দায়ের হল জনস্বার্থ মামলা।গৃহবধূর অভিযোগ, টেট পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হিন্দু গৃহবধূদের হাতের শাঁখা-পলা খুলতে হয়েছে।

শাঁখা-পলা পরে টেট দিতে বাধা! দায়ের মামলা

যাঁরা খোলেননি তাঁরা ঢুকতে পারেননি।শাঁখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়েছিল তাঁকে। সেই কারণেই পরীক্ষা দিতে পারেননি।গৃহবধূর দাবি, কমিশনের সিদ্ধান্তের ফলে টেট পরীক্ষা দিতে পারেনি। সেই কারণেই হাই কোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।

শাঁখা-পলা পরে টেট দিতে বাধা! দায়ের মামলা

চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

Most Popular