Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যলিখিত পরীক্ষায় ০, অথচ মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! ফের অনিয়মের অভিযোগ

লিখিত পরীক্ষায় ০, অথচ মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! ফের অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষক নিয়োগে ওএমআর শিট নিয়ে বিতর্কের পর এবার মৌখিক পরীক্ষায় নম্বরে গোলমালের অভিযোগ।অভিযোগ, প্রাথমিকের নিয়োগে লিখিত পরীক্ষায় শূন্য বা এক পাওয়া প্রার্থীরা নাকি মৌখিক পরীক্ষায় পেয়েছে সর্বোচ্চ নাম্বার। এখানেই শেষ নয়, দেখা গিয়েছে মামলাকারীরদের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও মৌখিক পরীক্ষায় নাম মাত্র নাম্বার পাওয়ায় চাকরির যোগ্যতা অর্জন করেনি।

লিখিত পরীক্ষায় ০, অথচ মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! ফের অনিয়মের অভিযোগ

প্রসঙ্গত, মামলাটি ২০১৪ সালের টেট পরীক্ষা সংক্রান্ত। ২০১৪ সালের টেটের নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। মামলাকারীর অভিযোগ, ৮২৪ জন প্যানেলভুক্তের নম্বর মামলাকারীর চেয়ে কম রয়েছে। ভাইভা বা বোর্ডের অ্যাপটিটিউ টেস্ট ছাড়াই মামলাকারী তাঁদের থেকে বেশি নম্বর পেয়েছেন বলে দাবি।

লিখিত পরীক্ষায় ০, অথচ মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! ফের অনিয়মের অভিযোগ

অভিযোগ, ১৩৯ জনের একটি তালিকা তৈরি করা হয়, চাকরি পেয়েছেন এমন অপ্রশিক্ষিতদের থেকে যাঁদের নম্বর বেশি।মামলাকারিদের আইনজীবী তরুণজ্যোতির দাবি, ৩০ হাজারের বেশি এমন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে, যাঁদের নম্বর মামলাকারীদের থেকে কম। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ১৩৯ জনের তালিকাটি খতিয়ে দেখার জন্য পর্ষদকেই নির্দেশ দিয়েছেন।

লিখিত পরীক্ষায় ০, অথচ মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! ফের অনিয়মের অভিযোগ

একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘অভিযোগ প্রমাণিত হলে তো ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে। আর এই নিয়োগ বেআইনি ভাবে হলে চাকরি বাতিল করবে আদালত।’’ পরবর্তী শুনানি ১০ জানুয়ারি।

Most Popular