Thursday, April 25, 2024
spot_img
Homeদেশগমের বরাদ্দ বৃদ্ধির দাবিতে কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

গমের বরাদ্দ বৃদ্ধির দাবিতে কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

সংবাদ সংস্থা : নতুন বছর থেকে গমের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় খাদ্য ও বণ্টনমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিল রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তরফে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়।

গমের বরাদ্দ বৃদ্ধির দাবিতে কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

এপ্রিল মাসে কেন্দ্র চাল-গম বরাদ্দের উপর নিয়ন্ত্রণ জারির কথা ঘোষণা করে। সাত মাস কেটে গেলেও এখনও সেই নিয়ন্ত্রণ তুলে নেয়নি কেন্দ্র। এই পরিস্থতি রেশন ডিলারদের দাবি, অবিলম্বের নিয়ন্ত্রণ তুলে গম সরবরাহ স্বাভাবিক হোক।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে,

গমের বরাদ্দ বৃদ্ধির দাবিতে কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

এফসিআই-এর কাছে বর্তমানে ১৫৯ লক্ষ টন গম ও ১০৪ লক্ষ টন চাল মজুত রয়েছে। যা নতুন বছরের জানুয়ারি মাসে দেশের রেশন গ্রাহকদের দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই চিঠি দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে তাঁরা আবেদন জানিয়েছেন, অবিলম্বে নিয়ন্ত্রণ তুলে নেওয়া।

Most Popular