Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যকাউকে ভয় পাই না, লালন শেখের স্ত্রীর এফআইআর প্রসঙ্গে সিবিআই

কাউকে ভয় পাই না, লালন শেখের স্ত্রীর এফআইআর প্রসঙ্গে সিবিআই

স্টাফ রিপোর্টার: বগটুই গণহত্যায় মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুতে ৭ জন সিবিআই অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী রেশমা বিবি। তার মধ্যে রয়েছে গরুপাচার কাণ্ডের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নামও।

কাউকে ভয় পাই না, লালন শেখের স্ত্রীর এফআইআর প্রসঙ্গে সিবিআই

গরুপাচারকাণ্ডের মূলচক্রী অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি। ওদিকে এফআইআর-কে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে সিবিআই। তাদের দাবি, এইএফআইআর এর পিছনে নবান্নের হাত রয়েছে।

কাউকে ভয় পাই না, লালন শেখের স্ত্রীর এফআইআর প্রসঙ্গে সিবিআই

সুশান্ত ভট্টাচার্য জানিয়েছেন, বগটুই গণহত্যার তদন্তের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। তিনি কোনও দিন বগটুই জাননি। এমনকী ওই ঘটনার তদন্তকারী আধিকারিকের সঙ্গে কোনও দিন তাঁর কথা হয়নি।তিনি বলেন, ‘সিবিআইএ চাকরি করি। কাউকে ভয় পাই না।’

Most Popular