Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্র, রাজ্যেকে হলফনামা দেওয়ার নির্দেশ

১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্র, রাজ্যেকে হলফনামা দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে কেন্দ্র ও রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট। সোমবার আদালতে শুভেন্দুর আইনজীবী দাবি করেন, ১০০ দিনের কাজের নামে রাজ্যজুড়ে কোটি কোটি টাকা লুঠ করেছে তৃণমূল নেতারা। সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা।

১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্র, রাজ্যেকে হলফনামা দেওয়ার নির্দেশ

দুর্নীতিতে যুক্ত পঞ্চায়েত দফতরের আধিকারিকদের একাংশও। ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা তোলা হয়েছে। যাদের নামে টাকা জমা পড়েছে তাদের অনেকেই মৃত। অনেকের অস্তিত্বও পাওয়া যায়নি। অনেক জায়গায় কাজ না করিয়েই টাকা তোলা হয়েছে।পালটা রাজ্যের আইনজীবী বলেন, ‘এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। যিনি অভিযোগ করেছেন তিনি বিরোধী দলনেতা।

১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় কেন্দ্র, রাজ্যেকে হলফনামা দেওয়ার নির্দেশ

রাজনৈতিকভাবে শাসকদলকে বিপাকে ফেলতে এই অভিযোগ করেছেন তিনি।সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই মামলায় নিজেদের বক্তব্য জানিয়ে রাজ্য ও কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন। হলফনামা দিতে ২ সপ্তাহ সময় চান রাজ্যের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর।

Most Popular