Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যসিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত, নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে

সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত, নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে

স্টাফ রিপোর্টার : গরু পাচার মামলায় সিবিআইয়ের পরে এবার জেলবন্দি অনুব্রত মণ্ডলকে এ বার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে তাকে একেবারে ম্যারাথন জেরা করেন ইডির আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল ভিডিওগ্রাফির যন্ত্রপাতি। সূত্রের খবর, বিপুল পরিমাণ সম্পত্তির উৎস সম্পর্কে জানতে নানা প্রশ্ন করা হয় অনুব্রতকে।

সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত, নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে ইতিমধ্যেই দিল্লিতে জেরা করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। তাঁদের জিজ্ঞাসাবাদ করে গরুপাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে। সূত্রের খবর, সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরা করা হয়। কীভাবে আর্থিক লেনদেন চলত, এর সঙ্গে লটারির কোনও যোগ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করে ইডি।

সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত, নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে

একটানা প্রায় সাড়ে পাঁচঘণ্টা ধরে জেরার পর গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল।তাঁর কাছ থেকে সদুত্তর মিলছিল না বলে খবর। ইডি সূত্রে দাবি, যেহেতু অনুব্রতকে আদালতে হাজির করানোর সময়সীমা ২৪ ঘণ্টা, তাই তাঁকে আজ আসানসোলের আদালতেই হাজির করানো হতে পারে।

সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত, নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে

সেখানে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারেন তদন্তকারী সংস্থা আইনজীবী।ইডি সূত্রের আরও দাবি, সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পর তাঁর নামে-বেনামে বহু সম্পত্তির হদিস মিলেছে। মূলত সেই সম্পত্তির উৎস নিয়ে জেরা করা হবে অনুব্রতকে।

Most Popular

error: Content is protected !!