Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যশুরু হচ্ছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং

শুরু হচ্ছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং।সল্টলেক এসএসসি-র নতুন ভবনে কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃপক্ষের তরফ এ কথা জানানো হয়েছে।

শুরু হচ্ছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং

মোট ১,৬০০ চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফ থেকে। এর মধ্যে কর্মশিক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৭৫০ এবং শারীরশিক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৮৫০।

+শুরু হচ্ছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং

কাউন্সেলিং প্রক্রিয়া দ্বারা নির্বাচিত চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হবে এসএসসি-র তরফ থেকে।কাউন্সেলিংয়ের দিনই চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচন করা হতে পারে বলে এসএসসি সূত্রের খবর।

Most Popular

error: Content is protected !!