Friday, April 26, 2024
spot_img
Homeদেশউচ্চশিক্ষায় এশীয় সেরাদের তালিকায় দেশের সাত শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে বাংলার আইআইটি খড়্গপুরও

উচ্চশিক্ষায় এশীয় সেরাদের তালিকায় দেশের সাত শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে বাংলার আইআইটি খড়্গপুরও

সংবাদ সংস্থা: উচ্চতর এবং কারিগরি শিক্ষায় এশীয় সেরাদের মধ্যে জায়গা করে নিল দেশের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে এ রাজ্যের আইআইটি খড়্গপুরও। এই তালিকায় দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আইআইটি বম্বে। এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় সেটি রয়েছে ৪০তম স্থানে।৪৬তম স্থানে রয়েছে আইআইটি দিল্লি।

উচ্চশিক্ষায় এশীয় সেরাদের তালিকায় দেশের সাত শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে বাংলার আইআইটি খড়্গপুরও

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) ৫২তম জায়গা দখল করেছে। গত বছর সেটি ছিল ৫৬তম স্থানে। এ ছাড়া, এশীয় সেরাদের প্রথম একশোয় রয়েছে আইআইটি মাদ্রাজ (৫৩), আইআইআইটি খড়্গপুর (৬১), আইআইআইটি কানপুর (৬৬) এবং ইউনিভার্সিটি অফ দিল্লি (৮৫)।

উচ্চশিক্ষায় এশীয় সেরাদের তালিকায় দেশের সাত শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে বাংলার আইআইটি খড়্গপুরও

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংস ২০২৩’ নামে এই তালিকায় প্রথম তিনে রয়েছে চিনের দু’টি বিশ্ববিদ্যালয়— পি পিকিং এবং সিনহুয়া। দ্বিতীয় স্থানটি দখল করেছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনইউএস)।এই তালিকাটি তৈরি করেছে ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ (কিউএস) নামের একটি ব্রিটিশ সংস্থা। কিউএসের দাবি, আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় নেটওয়ার্ক রয়েছে তাদের।

Most Popular