Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্য'আমি জীবন দেব কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না': মমতা

‘আমি জীবন দেব কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না’: মমতা

স্টাফ রিপোর্টার: দেহে প্রাণ থাকতে পশ্চিমবঙ্গে সিএএ লাগু করতে দেবেন না তিনি। বুধবার কৃষ্ণনগরে দলীয় সভা থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘বিজেপি কী এমন করল যে মিথ্যে কথা বলে লোকসভার সিট নিল, বিধানসভার সিট নিল? নির্বাচন এলেই মাথায় এনআরসি ঢোকে। মতুয়াদের নিয়ে রাজনীতি করে।

'আমি জীবন দেব কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না': মমতা

রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে’।বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘এগুলো মিথ্যে কথা। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকও নয়। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। কে নাগরিক নয়?

'আমি জীবন দেব কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না': মমতা

আমরা সবাই নাগরিক। আর আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই। আপনারাই তো ভোট দিয়ে এমপি – এমএলএ নির্বাচন করেন। রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে আপনার যদি ভোটাধিকার না থাকে? আমি মতুয়া ভাই বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক।

'আমি জীবন দেব কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না': মমতা

আপনাদের ওপর কোনও রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না’।

Most Popular

error: Content is protected !!