Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যটেট পরীক্ষায় এবার একাধিক আঁটোসাঁটো নিরাপত্তা, পদক্ষেপ প্রশ্নপত্র সুরক্ষার

টেট পরীক্ষায় এবার একাধিক আঁটোসাঁটো নিরাপত্তা, পদক্ষেপ প্রশ্নপত্র সুরক্ষার

স্টাফ রিপোর্টার: আগামী ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে প্রাথমিকের টেট নেওয়া হবে। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিতে চলেছেন। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে এবার আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের ঢোকা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের ঘর প্রত্যেকটি জায়গায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে চাইছে পর্ষদ।

টেট পরীক্ষায় এবার একাধিক আঁটোসাঁটো নিরাপত্তা, পদক্ষেপ প্রশ্নপত্র সুরক্ষার

পর্ষদ সূত্র খবর, পরীক্ষা কেন্দ্রের ভেতরে থাকবে ক্যামেরা দিয়ে রেকর্ডিং-এর ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর ব্যবস্থা।সূত্রের খবর, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফেস স্ক্যান, সই-এর স্ক্যান করা হবে। অর্থাৎ যাতে পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই থাকবে এই ব্যবস্থা। এমনটাই পরিকল্পনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

টেট পরীক্ষায় এবার একাধিক আঁটোসাঁটো নিরাপত্তা, পদক্ষেপ প্রশ্নপত্র সুরক্ষার

তবে শুধু পরীক্ষা কেন্দ্রের বাইরে নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা।পরীক্ষা চলাকালীন সময় যাতে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ৷এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার প্রশ্নপত্রের নিরাপত্তাকে ঘিরে ও বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। প্রশ্নপত্রে নিরাপত্তা বজায় রাখার জন্য এবার প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ।

টেট পরীক্ষায় এবার একাধিক আঁটোসাঁটো নিরাপত্তা, পদক্ষেপ প্রশ্নপত্র সুরক্ষার

অর্থাৎ পরীক্ষার্থীরাই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে খুলবেন।তার আগে ওই প্রশ্নপত্র খোলার সুযোগ থাকবে না। এর জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু আলাদা আলাদা করে প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ বলেই সূত্রের খবর। সেই প্রশ্নপত্র উত্তর করার পর পরীক্ষার্থীরাই তা সিল করে জমা দিয়ে দেবেন। অর্থাৎ পরীক্ষার্থী ছাড়া ঐ প্রশ্নপত্র দেখার বা রাখার সুযোগ অন্য কারো হাতেই থাকছে না বলেই পর্ষদ সূত্রে খবর।

টেট পরীক্ষায় এবার একাধিক আঁটোসাঁটো নিরাপত্তা, পদক্ষেপ প্রশ্নপত্র সুরক্ষার

মূলত প্রশ্নপত্র গোপনীয়তা বজায় রাখার জন্যই পর্ষদের তরফে এমনটাই পরিকল্পনা বলেই জানা গেছে। তবে চূড়ান্তভাবে গোটা ব্যাপারটাই অনুমোদিত হবে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনাক্রমে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

Most Popular