Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য১০০ দিনের কাজের রিপোর্টে খুশি নয় কেন্দ্র, ১৫ জেলাকে কড়া নির্দেশ নবান্নের

১০০ দিনের কাজের রিপোর্টে খুশি নয় কেন্দ্র, ১৫ জেলাকে কড়া নির্দেশ নবান্নের

স্টাফ রিপোর্টার: দীর্ঘ দিন ধরেই ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ জানিয়ে আসছে নবান্ন। অন্য দিকে, কেন্দ্রের দাবি, সঠিক হিসাব দিতে না পারাতেই রাজ্যের প্রাপ্য আটকে দেওয়া হয়েছে। রাজ্যকে কিছু ব্যবস্থাও নিতে বলেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সেই ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে তা জানিয়ে ‘অ্যাকশন টেকন রিপোর্ট’ পাঠিয়েছিল রাজ্য।তবে সেই রিপোর্টেও ‘খুশি’ নয় কেন্দ্র।

১০০ দিনের কাজের রিপোর্টে খুশি নয় কেন্দ্র, ১৫ জেলাকে কড়া নির্দেশ নবান্নের

তা জানিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিবকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষে ১০০ দিনের কাজ প্রকল্পের ডিরেক্টর ধর্মবীর ঝা। শনিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে রিপোর্ট সঠিক ভাবে পাঠানো হয়নি। আরও বিশদে রিপোর্ট পাঠাতে হবে।

১০০ দিনের কাজের রিপোর্টে খুশি নয় কেন্দ্র, ১৫ জেলাকে কড়া নির্দেশ নবান্নের

দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র। রাজ্যের ১০০ দিনের কাজ প্রকল্পের কমিশনার একটি চিঠি পাঠিয়েছেন ১৫টি জেলার জেলাশাসককে।

১০০ দিনের কাজের রিপোর্টে খুশি নয় কেন্দ্র, ১৫ জেলাকে কড়া নির্দেশ নবান্নের

সেখানে বলা হয়েছে, রাজ্যের তরফে জমা দেওয়া ১৫টি জেলার ‘অ্যাকশন টেকন রিপোর্ট’ নিয়ে খুশি নয় কেন্দ্রীয় সরকার। সেই মর্মে চিঠি পাঠিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সকলকে সেই সব নির্দেশ পালন করে ১৪ নভেম্বরের মধ্যে নবান্নে নতুন করে ‘অ্যাকশন টেকন’ রিপোর্ট পাঠাতে হবে।

Most Popular