Friday, April 26, 2024
spot_img
HomeUncategorizedকনওয়ের দাপটে হার বিশ্বচ্যাম্পিয়নদের, ১১ বছর পর মিথ ভাঙল কিউয়িরা

কনওয়ের দাপটে হার বিশ্বচ্যাম্পিয়নদের, ১১ বছর পর মিথ ভাঙল কিউয়িরা

সংবাদ সংস্থা : টি-২০ বিশ্বকাপের শুরুতেই অস্ট্রেলিয়ার পতন। তাও আবার ঘরের মাঠে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্রী হার।‌ ডেভন কনওয়ের দাপটে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরে গেল অস্ট্রেলিয়া। একেবারে দুরমুশ যাকে বলে। দীর্ঘ ১১ বছর পর ক্যাঙ্গারুদের দেশে অজিদের হারানোর নজির গড়ল কিউয়িরা।

কনওয়ের দাপটে হার বিশ্বচ্যাম্পিয়নদের, ১১ বছর পর মিথ ভাঙল কিউয়িরা

প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে নিউজিল্যান্ড।ফিন অ্যালে মাত্র ১৬ বলে ৪২ রান করেন।ডেভন কনওয়ে ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন।সুবিধা করতে পারেননি কেন উইলিয়ামসন (২৩) এবং গ্লেন ফিলিপস (১২)। শেষদিকে জেমস নিশামের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস নিউজিল্যান্ডকে দুশো ছুঁতে সাহায্য করে।দুটো উইকেট নিলেও প্রচুর রান দেন হেজেলউড।

কনওয়ের দাপটে হার বিশ্বচ্যাম্পিয়নদের, ১১ বছর পর মিথ ভাঙল কিউয়িরা

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের ৫ রানে সাউদির বলে বোল্ড হন ডেভিড ওয়ার্নার। সেই পতনের শুরু। একের পর এক আত্মসমর্পণ অজি ব্যাটারদের। একটি বৃহৎ ছক্কা হাঁকিয়ে শুরু করলেও ১৩ রানে ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যর্থ মিচেল মার্শ (১৬), মার্কাস স্টোইনিস (৭), টিম ডেভিড (১১), ম্যাথিউ ওয়েড (২)। মাত্র ৬৮ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

কনওয়ের দাপটে হার বিশ্বচ্যাম্পিয়নদের, ১১ বছর পর মিথ ভাঙল কিউয়িরা

এই জায়গা থেকে কামব্যাক করা সহজ ছিল না।ম্যাক্সওয়েল ২৮ রান করে সোধির বলে বোল্ড হন। শেষদিকে প্যাট কামিন্স ২১ রান যোগ না করলে ১০০ রানের মধ্যেই শেষ হয়ে যেত অজিদের ইনিংস। ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তিনটে করে উইকেট নেন টিম সাউদি এবং মিচেল স্যান্টনার।

Most Popular