Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যশুরু উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, খুশি চাকরিপ্রার্থীরা

শুরু উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, খুশি চাকরিপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার: প্রাথমিকে নিয়োগের দাবিতে যখন অনশনে বসেছিলেন টেট উত্তীর্ণরা, তখন হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু হল ইন্টারভিউ। প্রাথমিকের মতোই টেটের মাধ্যমে শূন্যপদে নিয়োগ করা হয় উচ্চপ্রাথমিকেও। কিন্তু ২০১৪ সালে টেট পাস করার পরেও কেন ইন্টারভিউতে ডাক পেলেন না? প্রথমে এসএসসিতেই অভিযোগ জানিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।

শুরু উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, খুশি চাকরিপ্রার্থীরা

এরপর মামলা দায়ের করা হাইকোর্ট। আদালতে হলফনামা পেশ করে এসএসসি। উচ্চ প্রাথমিকে ১,৫৮৫ পদে নিয়োগের অনুমতি চাওয়া হয়। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করার পর, জারি হয় বিজ্ঞপ্তি। শুক্রবার ছিল ইন্টারভিউয়ের প্রথমদিন। ১৯৯ জনকে ডাকা হয়েছিল।

শুরু উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, খুশি চাকরিপ্রার্থীরা

জানা গিয়েছে, প্রথমদিনেই ইন্টারভিউ দিয়েছে ১৯০ জন। হাইকোর্টের নির্দেশে মেনে যেভাবে ইন্টারভিউ হল, তাতে খুশি চাকরিপ্রার্থীরা।চলতি মাসের ২২, ২৮ অক্টোবর ও ২৯ তারিখও ইন্টারভিউ হবে উচ্চ প্রাথমিকে। এরপর নভেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত চলবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ইন্টারভিউ।

Most Popular

error: Content is protected !!