Friday, April 26, 2024
spot_img
HomeUncategorizedব্যালন ডি'অর ২০২২ জিতলেন বেনজেমা ও পুতেলাস

ব্যালন ডি’অর ২০২২ জিতলেন বেনজেমা ও পুতেলাস

সংবাদ সংস্থা : করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা একরকম নিশ্চিতই ছিল।বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় ‘ব্যালন ডি’অর ২০২২’। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।ফরাসি ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে জিনেদিন জিদান পরেছিলেন এই মুকুট।

ব্যালন ডি'অর ২০২২ জিতলেন বেনজেমা ও পুতেলাস

দ্বিতীয় ফরাসি হিসেবে এবার তা পরলেন বেনজেমা। দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে যোগ্য দাবিদার হিসেবেই এবারের ব্যালন ডি’অর জিতেছেন তিনি। সদ্য ব্যালন ডি’অর জেতা বেনজেমা গত মরসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানোয় বিরাট অবদান রেখেছেন।গুরুত্বপূর্ণ সব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার মঞ্চে।

ব্যালন ডি'অর ২০২২ জিতলেন বেনজেমা ও পুতেলাস

দুর্দান্ত সব রেকর্ডও যোগ করেছেন নিজের নামের পাশে। ২০২১-২২ মরসুমে ৪৬ ম্যাচে ৪৪টি গোল করেন বেনজেমা। পাশাপাশি প্রথম মহিলা ফুটবলার হিসেবে দু’ বার ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনা মিডফিল্ডার আলেক্সিয়া পুতেলাস।গত মরসুমে বার্সেলোনার ঘরোয়া তিনটি শিরোপা জয়ে পুতেলাসের বড় অবদান ছিল।

ব্যালন ডি'অর ২০২২ জিতলেন বেনজেমা ও পুতেলাস

সব প্রতিযোগিতা মিলিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার করেন ৩৪ গোল। ২০২১-২২ মরসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারলেও ১১ গোল করে সেবারের সর্বোচ্চ স্কোরার ছিলেন পুতেলাস। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন তিনি।

Most Popular