Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যচাকরি যাচ্ছে না ২৬৯ প্রাথমিক শিক্ষকের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম...

চাকরি যাচ্ছে না ২৬৯ প্রাথমিক শিক্ষকের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

স্টাফ রিপোর্টার: টেটের দুর্নীতি মামলায় ২৬৯জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এবার কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা। তাঁদের আবেদনের শুনানি ছিল মঙ্গলবার।

চাকরি যাচ্ছে না ২৬৯ প্রাথমিক শিক্ষকের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে তাঁদের চাকরি এখনই বাতিল হচ্ছে না।শীর্ষ আদালতের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে ২৬৯ জন চাকরিপ্রার্থীকে হলফনামা জমা করতে হবে। নিয়োগ নিয়ে প্রত্যেক চাকরিপ্রার্থীদের আইনজীবীদের ব্যাখ্যা দিতে হবে সুপ্রিম কোর্টে। নিয়োগ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে মত বিচারপতিদের।

চাকরি যাচ্ছে না ২৬৯ প্রাথমিক শিক্ষকের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাই কোর্টে প্রত্যেকে তাঁদের মতামত জানাতে পেরেছিলেন কিনা, নিয়োগ নিয়ে তাঁদের কী মত, তা শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। তবে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে কোনও বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। তদন্ত চালিয়ে যেতে পারবে তারা। রিপোর্ট জমা করতে হবে শীর্ষ আদালতে।

Most Popular