Friday, April 26, 2024
spot_img
HomeUncategorizedবিশ্বকাপের তুলনায় বুমরার কেরিয়ার বাঁচানোটা ভীষণ দরকার: রোহিত

বিশ্বকাপের তুলনায় বুমরার কেরিয়ার বাঁচানোটা ভীষণ দরকার: রোহিত

সংবাদ সংস্থা : টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এভাবে দেশের সেরা পেসারের ছিটকে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। আইপিএলের টানা খেলে যাওয়াকেও দায়ী করছেন অনেকে। এই পরিস্থিতি বিশ্বকাপে নামার আগে সাংবাদিক সম্মেলনে বুমরাকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।

বিশ্বকাপের তুলনায় বুমরার কেরিয়ার বাঁচানোটা ভীষণ দরকার: রোহিত

সাংবাদিক বৈঠকে বুমরাকে নিয়ে ওঠা প্রশ্নে রোহিত বলেন, ”আমরা অনেক বিশেষজ্ঞর সঙ্গে ওর চোটটা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু কারও থেকেই কোনও সদুত্তর পাইনি। আমরা জানি যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে বুমরার কেরিয়ারটাও গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের তুলনায় বুমরার কেরিয়ার বাঁচানোটা ভীষণ দরকার: রোহিত

তাই রিস্ক নিতে পারি না আমরা। ওর বয়স এখন মাত্র ২৭-২৮। সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার রয়েছে ওর।” হিটম্যান আরও বলেন, ”আমি নিশ্চিত যে আগামী বুমরা দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলবে ও দেশকে জেতাবে। কিন্তু এই মুহূর্তে রিস্ক নেওয়ার কোনও মানে হয় না। নিঃসন্দেহে দল বুমরার অভাব মিস করবে বিশ্বকাপে।”

Most Popular