Friday, April 26, 2024
spot_img
Homeদেশজাল ওষুধ রুখতে বারকোড বাধ্যতামূলক করছে কেন্দ্র

জাল ওষুধ রুখতে বারকোড বাধ্যতামূলক করছে কেন্দ্র

সংবাদ সংস্থা : গোটা দেশে জাল ওষুধের ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে কোমর বেঁধে নামল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ নয়াদিল্লিতে সরকারি সূত্রের খবর, জাল ওষুধের ব্যবসা বন্ধ করার জন্য এ বার সব ওষুধের স্ট্রিপ বা শিশির গায়ে ‘বার কোড’ বা ‘কিউ আর কোড’ ছাপা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷

জাল ওষুধ রুখতে বারকোড বাধ্যতামূলক করছে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন বা সরকারি ওয়েবসাইটে লগ-ইন করে এই ‘বার কোড’ বা ‘কিউ আর কোড স্ক্যান করে নিলেই ক্রেতারা জানতে পেরে যাবেন সংশ্লিষ্ট ওষুধটির প্রস্তুতির তারিখ, বৈধতার মেয়াদ, দাম, করের পরিমাণ, ব্যাচ নম্বর সব কিছু৷

জাল ওষুধ রুখতে বারকোড বাধ্যতামূলক করছে কেন্দ্র

একইসঙ্গে ওষুধের ব্র্যান্ড নাম, কম্পোজিশনও উল্লেখ থাকবে এই বার কোড বা কিউ আর কোডেই৷ অত্যাধুনিক এই প্রযুক্তি গোটা দেশে বাধ্যতামূলক ভাবে চালু করার আগে পরীক্ষামূলক পদ্ধতিতে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার।

জাল ওষুধ রুখতে বারকোড বাধ্যতামূলক করছে কেন্দ্র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে প্রাথমিক ভাবে বহুল ব্যবহৃত ৩০০টি ওষুধের ক্ষেত্রে বার কোড বা কিউ আর কোডের প্রচলন করার কথা ভাবা হয়েছে৷ সূত্রের খবর, এই ওষুধগুলির মধ্যে আছে ডোলো, ক্যালপল, অগম্যান্টিন, থাইরোনর্ম-র মতো ওষুধও৷

Most Popular