Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্য'ছেলেকে ভালোবাসত মা-মেয়ে দু’জনেই,জানত পরিচিতরাও'! বিস্ফোরক অয়নের বাবা, গ্রেফতার ৭

‘ছেলেকে ভালোবাসত মা-মেয়ে দু’জনেই,জানত পরিচিতরাও’! বিস্ফোরক অয়নের বাবা, গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার: নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় দেড় দিন পর উদ্ধার হয়েছে হরিদেবপুরের অয়ন মণ্ডলের দেহ। এই ঘটনায় সামনে আসছে সম্পর্কের টানাপোড়েনের কথা। প্রথম থেকেই অয়নের পরিবার জানিয়েছিল, বান্ধবীর বাড়িতে যাওয়ার পরই নিখোঁজ হয়ে যান অয়ন। আর এবার সামনে এল বিস্ফোরক অভিযোগ।শুধুমাত্র বান্ধবী নয়, তাঁর মায়ের সঙ্গেও বিশেষ সম্পর্ক ছিল অয়নের।

'ছেলেকে ভালোবাসত মা-মেয়ে দু’জনেই,জানত পরিচিতরাও'! বিস্ফোরক অয়নের বাবা, গ্রেফতার ৭

সে কথা নাকি জানতেন পরিবারের লোকজনও!এই দুই সম্পর্কের কথা সংবাদমাধ্যমের সামনে জানান অয়নের বাবা। তিনি দাবি করেন, ‘ওই বান্ধবী ও তাঁর মা, দুজনের সঙ্গেই সম্পর্ক ছিল তাঁর ছেলের। শুধু অয়নের পরিবার নয়, ওই বান্ধবীর পরিচিতরাও এ কথা জানতেন। অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে আমার ছেলের সঙ্গে ওঁর স্ত্রীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে।

'ছেলেকে ভালোবাসত মা-মেয়ে দু’জনেই,জানত পরিচিতরাও'! বিস্ফোরক অয়নের বাবা, গ্রেফতার ৭

সে ভেবেছিল যে আমার ছেলে মেরে দিলে তার আমার সংসারে সুখ ফিরবে। এই কারণেই খুন করা হয়েছে অয়নকে। মা-ও আমার ছেলেকে ভালোবাসত, মেয়েও আমার ছেলেকে ভালোবাসত। আমার ছেলে কী করবে?’ পুলিশ সূত্রে দাবি, এই ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হয়েছেন অয়ন মণ্ডল।

'ছেলেকে ভালোবাসত মা-মেয়ে দু’জনেই,জানত পরিচিতরাও'! বিস্ফোরক অয়নের বাবা, গ্রেফতার ৭

তদন্তকারীদের দাবি, দশমীর রাতে অর্থাৎ যে সময় অয়ন বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন, সেই সময় ওই বাড়িতে বান্ধবী ছিলেন না, ছিল না তাঁর ভাইও। পরে ভাই বাড়িতে ফেরে। এরপরই কোনও ভোঁতা অস্ত্র দিয়ে অয়নকে আঘাত করা হয়েছে বলে অনুমান পুলিশের। মনে করা হচ্ছে, বান্ধবীর ভাই প্রথম আঘাত করে থাকতে পারে অয়নকে।

'ছেলেকে ভালোবাসত মা-মেয়ে দু’জনেই,জানত পরিচিতরাও'! বিস্ফোরক অয়নের বাবা, গ্রেফতার ৭

এরপর ঠিক কী হয়েছিল, তা স্পষ্ট নয়। পুলিশ মনে করছে, বান্ধবীর বাবার নির্দেশে অয়নের দেহ অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।এদিকে এই ঘটনায় বান্ধবী, তাঁর মা, বাবা, ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে বান্ধবীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

Most Popular

error: Content is protected !!