Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য'চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীরা রাজনীতি করছে': কুণাল

‘চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীরা রাজনীতি করছে’: কুণাল

স্টাফ রিপোর্টার: ষষ্ঠী দিনেও চাকরি প্রার্থীরা নিজেদের হকের লড়াইয়ে এখনও পথে। খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার তাঁদের পরামর্শ দিয়েছেন পুজোর সময় ধর্না ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে। কিন্তু চাকরিপ্রার্থীরা নাছোড় তাঁদের সিদ্ধান্তে।শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ব্রাত্য বসুর মতো বিক্ষোভকারীদের উদ্দেশে অনুরোধ করলেন যাতে পুজোর সময় তাঁরা ধর্না মঞ্চ ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটান।

'চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীরা রাজনীতি করছে': কুণাল

তিনি বলেন, ‘এসএসসির হাতে নতুন করে কিছু করার নেই। কয়েকদিন আগেই তারা আদালতকে জানিয়েছে বিতর্কিত প্রার্থী বাদ দিয়ে সকলকে নিয়োগ করতে চায়। ফলত এসএসসি প্রস্তুত। এখন আদালত নির্দেশ দিলেই এসএসসি নিয়োগ শুরু করবে। এখন আদালতের আদেশের অপেক্ষা।

'চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীরা রাজনীতি করছে': কুণাল

তাই এই উৎসবের দিনে যাঁরা ধর্না মঞ্চে রয়েছেন তাঁদের কাছে আমাদের অনুরোধ এসএসসি যখন তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। শিক্ষামন্ত্রী যখন সাংবাদিক বৈঠক করেছেন। পুজোর পরে আমরা আশাবাদী যে নিয়োগ শুরু হতে পারে।’

'চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীরা রাজনীতি করছে': কুণাল

বিরোধীদের কটাক্ষ করে কুণাল বলেন, ‘বিরোধীরা চাইছে না জট কাটুক। কারণ তারা মানুষের মধ্যে যেতে পারে না। মুখ্যমন্ত্রী চাইছেন জট কাটিয়ে নিয়োগ। আর বিরোধীরা চাইছে মঞ্চ থাকুক, আন্দোলন থাকুক। কারণ তাদের নিজেদের মঞ্চ থেকে কথা বললে মানুষ শোনে না।

'চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীরা রাজনীতি করছে': কুণাল

তাই ওরা আপনাদের মঞ্চ ব্যবহার করছে। এটা রাজনীতির বিষয় নয়। যেখানে মুখ্যমন্ত্রী সংবেদনশীল । তিনি দ্রুত নিয়োগের পক্ষে। খোদ শিক্ষামন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হস্তক্ষেপ করছেন। সেখানে বিরোধীরা রাজনীতি করছে।’

Most Popular