Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যউচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল

স্টাফ রিপোর্টার: বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে,আগে প্রশ্নপত্রের ‘পার্ট-এ’-তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হত। ছাত্রছাত্রীদের তাতে উত্তর লিখতে হত।

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল

আর ‘পার্ট-বি’ তে থাকত সংক্ষিপ্ত উত্তরের (অবজেকটিভ) প্রশ্ন। সেখানে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর করতে হত। তার পর দুটি উত্তরপত্র একসঙ্গে জুড়ে জমা দিতে হত। এই ব্যবস্থা আর থাকছে না। একটাই প্রশ্নপত্রে ‘অবজেক্টিভ’ এবং ‘সাবজেক্টিভ’ সমস্ত প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তরই আলাদা ভাবে দেওয়া খাতায় লিখতে হবে ছাত্রছাত্রীদের।

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল

সব স্কুল কর্তৃপক্ষকে নোটিস দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।জানানো হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত এবং পরামর্শকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Most Popular