Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্যমোদিকে চিঠি সৌগতর, বাড়তে পারে কেন্দ্রের দেওয়া বিনামূল্যে রেশনের মেয়াদ

মোদিকে চিঠি সৌগতর, বাড়তে পারে কেন্দ্রের দেওয়া বিনামূল্যে রেশনের মেয়াদ

স্টাফ রিপোর্টার: আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর থেকে গরিব কল্যাণ যোজনায় দেশের মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার স্কিম বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফলে আগামী মাস থেকে অর্থের বিনিময়ে রেশন থেকে খাদ্যশস্য নিতে হবে সাধারণ মানুষকে।

মোদিকে চিঠি সৌগতর, বাড়তে পারে কেন্দ্রের দেওয়া বিনামূল্যে রেশনের মেয়াদ

এই অবস্থায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ যাতে এখনই বন্ধ করে না দেওয়া হয়, সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন দমদমের সংসদ সৌগত রায়। সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন, করোনা আবহে এমনিতেই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়।

মোদিকে চিঠি সৌগতর, বাড়তে পারে কেন্দ্রের দেওয়া বিনামূল্যে রেশনের মেয়াদ

এই অবস্থায় যাতে আরও ছ’মাস বিনামূল্যে রেশনের মাধ্যমে দেশের মানুষকে খাদ্যশস্য দেওয়া হয় ৷তৃণমূল সাংসদের আবেদন মেনে সেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ফলে আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়া হতে পারে বিনামূল্যে রেশন।যদি এই সংক্রান্ত কোনও নির্দেশ এখনও জারি না হলেও সম্ভাবনার কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর।

Most Popular