Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যবাগুইআটি কাণ্ডে সিপিকে ধমক মমতার, সাসপেন্ড আইসি, তদন্তের সিআইডি

বাগুইআটি কাণ্ডে সিপিকে ধমক মমতার, সাসপেন্ড আইসি, তদন্তের সিআইডি

স্টাফ রিপোর্টার : ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় সাসপেন্ড করা হল বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে৷ বাগুইআটির দুই ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগেই শাস্তির কোপে পড়তে হল পুলিশ আধিকারিককে৷ বাগুইআটি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন।

বাগুইআটি কাণ্ডে সিপিকে ধমক মমতার, সাসপেন্ড আইসি, তদন্তের সিআইডি

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়ের সামনেই এদিন তিনি ভর্ৎসনা করেছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে।তিনি বলেন, কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন ধরে কি করছিল? প্রথমে ডিজি এবং পরে বিধাননগর কমিশনারেটকেও রীতিমত কড়া ভাষায় বার্তা দেন পুলিশমন্ত্রী।\

বাগুইআটি কাণ্ডে সিপিকে ধমক মমতার, সাসপেন্ড আইসি, তদন্তের সিআইডি

বিধাননগরের পুলিশ কমিশনারকে তিনি স্পষ্ট বলেন, ওই ঘটনার তদন্তে ‘‘অবহেলা হয়েছে।’এরপরেই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনায় অন্তত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগুইআটি থানার আইসিকে ‘ক্লোজ’ করা হয়েছে এবং মামলার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে বলেও জানান রাজ্যের মন্ত্রী।

বাগুইআটি কাণ্ডে সিপিকে ধমক মমতার, সাসপেন্ড আইসি, তদন্তের সিআইডি

পাশাপাশি অবিলম্বে দোষীকে ধরে দ্রৃষ্টান্তমুলক শাস্তির নির্দেশ দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে জানান তিনি। ফিরহাদের কথায়, কাউকে ছাড়া হবে না এই ঘটনায়। কড়া শাস্তি দেওয়া হবেই।এরপর ক্লোজ করার কয়েক ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হল বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে৷

Most Popular

error: Content is protected !!