Friday, April 26, 2024
spot_img
Homeদেশআস্থাভোটে সহজ জয় পেয়েই বিজেপিকে আক্রমণ কেজরির

আস্থাভোটে সহজ জয় পেয়েই বিজেপিকে আক্রমণ কেজরির

সংবাদ সংস্থা : বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি বিধানসভায় আস্থাভোটে সহজেই জয় পেলেন অরবিন্দ কেজরিওয়াল।৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। কেজরির দলের বিধায়ক সংখ্যা ৬২। বিজেপির পক্ষে ভোট দিয়েছেন আট জন।আস্থাভোটে জয়ের পর কেজরির দাবি, মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে গুজরাটে আপের ভোটের পরিমাণ বেড়ে গিয়েছে।

আস্থাভোটে সহজ জয় পেয়েই বিজেপিকে আক্রমণ কেজরির

যদি দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন, তাহলে গুজরাটে আরও বেশি ভোট পাবে আপ। ফলে বিনা বাধায় সরকার গড়ে ফেলতে পারবে আম আদমি পার্টি। কেজরির কথায়, ‘‌মণীশের বিরুদ্ধে সিবিআই অভিযোগ আনার পরে গুজরাটে আমাদের ভোট আগের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। এরপর মণীশ যদি গ্রেপ্তার হয়, তাহলে আরও ৬ শতাংশ ভোট বেড়ে যাবে আমাদের।

আস্থাভোটে সহজ জয় পেয়েই বিজেপিকে আক্রমণ কেজরির

যদি মণীশকে গ্রেপ্তার করে, তাহলে নিঃসন্দেহে আমরাই গুজরাটে সরকার গড়ব।’‌ কেজরি আরও বলেন, ‘‌দিল্লিতে একজন আপ বিধায়ককেও কিনতে ব্যর্থ হয়েছে ওরা। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে। তাঁদের মধ্যে দু’জন দেশের বাইরে। একজন জেলে রয়েছেন।’

Most Popular