Friday, May 17, 2024
spot_img
HomeUncategorizedশেষ ওভারে ১৫ রান দরকার হলেও জিততাম : হার্দিক

শেষ ওভারে ১৫ রান দরকার হলেও জিততাম : হার্দিক

সংবাদ সংস্থা : ছক্কা মেরে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পাণ্ড্য। ব্যাটে-বলে ম্যাচের রাজা তিনি। ম্যাচ জিতিয়ে হার্দিক বলেছেন, শেষ ওভারে ১৫ রান দরকার থাকলেও জিততাম।পাকিস্তান ম্যাচের পরে বিসিসিআই একটি ভিডিয়ো প্রকাশ করেছে হার্দিকের। সেখানে তিনি বলেছেন, ‘‘এই ধরনের ম্যাচে রান তাড়া করার সময় প্রতি ওভার ধরে পরিকল্পনা করতে হয়। আমি জানতাম শেষে নাসিম বা শাহনওয়াজের মধ্যে এক জনকে বল করতে হবে।

শেষ ওভারে ১৫ রান দরকার হলেও জিততাম : হার্দিক

দু’জনেরই অভিজ্ঞতা কম। তা ছাড়া স্পিনারেরও এক ওভার বাকি ছিল। শেষ ওভারে সাত রান দরকার ছিল। যদি ১৫ রানও দরকার হত আমরা জিততাম। কারণ, শেষ ওভারে বোলারের উপরে চাপ বেশি থাকত।’’ শেষ ওভারের প্রথম বলে জাডেজা আউট হওয়ায় হতাশা প্রকাশ করেন হার্দিক। বাকি ইনিংসে ভাবলেশহীন দেখাচ্ছিল তাঁকে। শেষ ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান হলেও চাপ নেননি ভারতীয় অলরাউন্ডার।

শেষ ওভারে ১৫ রান দরকার হলেও জিততাম : হার্দিক

তিনি জানতেন, একটি শটেই খেলা শেষ করতে পারবেন। হার্দিক বলেছেন, ‘‘আমি চাপ নিইনি। কারণ, ৩০ গজের মধ্যে পাঁচ জন ফিল্ডার ছিল। জানতাম, নওয়াজের একটা বল আমি ঠিক বাউন্ডারির বাইরে ফেলতে পারব। তাই ওর ভুলের জন্য অপেক্ষা করছিলাম।’’

Most Popular

error: Content is protected !!