Saturday, September 30, 2023
t>

Latest Posts

দুর্নীতির ৭৫ শতাংশ টাকা রয়েছে পিসি – ভাইপোর কাছে: শুভেন্দু

স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার পিসি – ভাইপোকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের কালীচরণপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শোনার পর শুভেন্দু বলেন, ‘তৃণমূলে একটা ফরমুলা আছে।

দুর্নীতির ৭৫ শতাংশ টাকা রয়েছে পিসি - ভাইপোর কাছে: শুভেন্দু

টাকা তুলে ৭৫ ভাগ কলকাতায় পৌঁছে দিতে হয়। আর ২৫ ভাগ নিজের কাছে রাখা যায়। সেই নিয়ম অনুসারে নিচু তলায় বিধায়ক, পঞ্চায়েত যা টাকা তুলেছে তার ৭৫ শতাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিসিকে পাঠানো হয়েছে।

দুর্নীতির ৭৫ শতাংশ টাকা রয়েছে পিসি - ভাইপোর কাছে: শুভেন্দু

আর ২৫ শতাংশ জেলায় রয়েছে।’ শুভেন্দুর দাবি, ‘অপা সিন্ডিকেদের ওপরে গেলে ভাইপো ধরা পড়বে। আর নীচে গেলে নীচু তলার নেতারা ধরা পড়বেন। এজেন্টরা ধরা পড়বেন।’

Latest Posts

error: Content is protected !!