Friday, April 26, 2024
spot_img
Homeজেলাতালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

বিশ্ব সমাচার, ক্যানিং: ক্যানিংয়ের তালদিতে শিশু বিক্রির অভিযোগে ছ’জনকে গ্ৰেপ্তার করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ সদ্যোজাত এক শিশুকন্যাকে উদ্ধার করেছে। ধৃতরা হল চিকিৎসক দম্পতি রমেন্দ্রনাথ নস্কর, নীলিমা নস্কর, ক্রেতা গৌতম সাহা ও তাঁর স্ত্রী মুক্তা সাহা, মাখন রায় ও কল্পনা রায় মণ্ডল। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

অন্যদিকে, সদ্যোজাত শিশুকন্যা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধৃত চিকিৎসক দম্পতি ও ক্রেতা দম্পতির বাড়ি ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের জনকল্যাণ মোড় এলাকায়। ধৃত অপর দু’জনের বাড়ি জীবনতলা থানার নাগরতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদির জনকল্যাণ মোড়ের বাসিন্দা রমেন্দ্রনাথ নস্কর আগে চিটফান্ডের এজেন্ট ছিলেন।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

চিটফান্ডপর্ব চুকে যাওয়ার বছরচারেক আগে আরএইচসিপি ডিগ্রি নিয়ে জনকল্যাণ মোড়ে একটি চেম্বার খুলে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হন।এলাকাবাসীদের অভিযোগ, চেম্বারের আড়ালে মদের রমরমা আসর বসায় ওই চিকিৎসক। সেই ঘটনা নিয়ে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। কয়েকবার ওই হাতুড়ে চিকিৎসকের চেম্বারে তালা মেরে দিয়েছিলেন এলাকাবাসীরা, এমনটাই দাবি।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

বুধবার দুপুর নাগাদ এক গর্ভবতী মহিলা হাজির হন ওই চিকিৎসকের চেম্বারে। সেখানে একটি শিশুকন্যার জন্ম দেন ওই মহিলা। এরপর ওই চিকিৎসক শিশুটিকে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেন। চিকিৎসকের চেম্বার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গৌতম সাহার স্ত্রী মুক্ত সাহার সঙ্গে যোগাযোগ হয়। মুক্তা সাহা নামে ওই গৃহবধূর ১১ বছর আগে বিয়ে হয়। তাঁর কোনও সন্তান না হওয়ায় তিনি ওই শিশুকন্যাকে কিনতে রাজি হয়ে যান।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

সেই মতো তিনি ওই হাতুড়ে চিকিৎসককে ২০ হাজার টাকা দেবেন বলে শিশুটিকে বাড়িতে নিয়ে চলে যান বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের।বুধবার রাতে এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন স্থানীয় তালদি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রীরা। তাঁরা ঘটনার কথা ক্যানিং থানার পুলিশকে জানান।ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ হাজির হয়।সেখান থেকে অভিযুক্ত ছ’জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় সদ্যোজাত শিশুকন্যা।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

স্থানীয় তালদি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী নাইয়া বলেন, হাতুড়ে ডাক্তারের নামে একাধিক অভিযোগ রয়েছে। এদিন আমরা হাতেনাতে ধরতে পেরে পুলিশের তাঁদের হাতে তুলে দিয়েছি। মহিলা সমিতির অপর এক সদস্যা সঙ্গীতা ভান্ডারী বলেন, শিশুকন্যাকে নিয়ে দীর্ঘক্ষণ দর কষাকষি হচ্ছিল। কেউ দু’হাজার, আবার কেউবা ২০ হাজার টাকা দিয়ে কিনতে চাইছিলে।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

সেই সময় মুক্তা সাহা নামে জনকল্যাণ মোড়ের এক গৃহবধূ ২০ হাজার টাকা দিতে রাজি হন। শিশুকন্যাকে নিয়ে বাড়িতে চলেও যান। তাঁর স্বামী গৌতম সাহা কলকাতা থেকে ফিরলে টাকা দেবেন বলে হাতুড়ে চিকিৎসককে জানান। পরে টাকা লেনদেন হয়েছে কি না জানা যায়নি। আমরা ব্যাপারটার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দিই। ক্যানিং ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক অঞ্জন ঘটক বলেন, ওই হাতুড়ে চিকিৎসকের নামে এর আগে বহুবার অভিযোগ উঠেছিল।

তালদিতে শিশু বিক্রির অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সহ ৬, উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

এমনকী তিন চেম্বারে মদের আসর বসাতেন। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতেই আসল ঘটনা জানা যায়। আমরা পুলিশকে ঘটনার কথা জানিয়েছি। ক্যানিং ১ ব্লক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষা অসীমা নস্কর জানিয়েছেন, একজন হাতুড়ে ডাক্তার কীভাবে গর্ভপাত করান, যেখানে বড় বড় সরকারি হাসপাতাল রয়েছে?

Most Popular