Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedএকেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে গিল

একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে গিল

সংবাদ সংস্থা : জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন শুভমান গিল। বছর বাইশের পঞ্জাবের ক্রিকেটার তিন ম্যাচে ২৪৫ রান করেছিলেন। যাঁর সুবাদে গিল আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক-দু’ধাপ নয়, একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে গিল দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে প্রথম সেঞ্চুরির স্বাদও পেয়ে যান।

একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে গিল

৯৭ বলে ১৩০ রান করেন গিল। ১৫টি চার ও ১টি ছয়ের সৌজন্যে গিল ১৩৪.০২-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ক্রমতালিকায় পাঁচেই রয়ে গিয়েছেন। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেননি তিনি। একই ভাবে ভারতের সব ফরম্যাটের ক্যাপ্টেন রোহিত শর্মাও ছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্রামে।

একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে গিল

তিনিও তাঁর আসন ধরে রেখেছেন। ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন তিনি। যদিও ভারতের অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান জিম্বাবোয়ের বিরুদ্ধে ভাল ফর্মে থেকেও নিজের আসন থেকে সরে এসেছেন। ১১ থেকে ১২ নম্বরে নেমে এসেছেন তিনি। ধাওয়ান তিন ম্যাচ মিলিয়ে মোট ১৫৪ রান করেছিলেন।

একেবারে ৪৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে গিল

পাক অধিনায়ক বাবর আজম ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে মগডালেই রয়েছেন। ৮৯০ রেটিং পয়েন্ট তাঁর। দুয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন (৭৮৯)। তিনে দক্ষিণ আফ্রিকারই কুইন্টন ডি কক (৭৮৪)। চারে পাকিস্তানের ইমাম-উল-হক (৭৭৯)।

Most Popular

error: Content is protected !!