Friday, April 26, 2024
spot_img
Homeদেশসোনিয়াকে চিঠি লিখে ইস্তফা আনন্দ শর্মার

সোনিয়াকে চিঠি লিখে ইস্তফা আনন্দ শর্মার

সংবাদ সংস্থা : সোনিয়া গান্ধীকে চিঠি লিখে পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা। দিন কয়েক আগেই কাশ্মীরের প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। সেই রেশ কাটার আগেই ফের বিদ্রোহের জেরে ইস্তফা।

সোনিয়াকে চিঠি লিখে ইস্তফা আনন্দ শর্মার

হিমাচলপ্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন আনন্দ শর্মা। ২০২২ সালের ২৬ এপ্রিল তাঁকে হিমাচলপ্রদেশের কংগ্রেসের স্টিয়ারিং পদে বসানো হয়েছিল। মাত্র কয়েক মাসের মাথাতেই সেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সূত্রের খবর, সোনিয়া গান্ধীকে চিঠি লিখে নিজের ইস্তফার কথা তিনি জানিয়েছেন।

সোনিয়াকে চিঠি লিখে ইস্তফা আনন্দ শর্মার

জানা গিয়েছে, বর্ষীয়ান নেতার বক্তব্য, তিনি অবহেলিত হচ্ছেন নিজের দলের মধ্যেই। কংগ্রেসের কোনও উচ্চস্তরের বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন।

Most Popular