Friday, April 26, 2024
spot_img
Homeদেশসমস্ত পুরনো গাড়িতে নতুন নম্বর প্লেট বসানো হবে : গডকড়ি

সমস্ত পুরনো গাড়িতে নতুন নম্বর প্লেট বসানো হবে : গডকড়ি

সংবাদ সংস্থা : সমস্ত পুরানো যানবাহনে নতুন নম্বর প্লেট বসানো হবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এবং অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে পরিবহন ব্যবস্থা আরও আধুনিক করা হচ্ছে। সেই কারণেই এই ভাবনা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি। ভারত জুড়ে টোল প্লাজা তুলে দিতে চায় কেন্দ্র।

সমস্ত পুরনো গাড়িতে নতুন নম্বর প্লেট বসানো হবে : গডকড়ি

সেই লক্ষ্যের দিকেই বড়সড় পদক্ষেপ এটি।নীতিন গডকড়ি জানিয়েছেন, ২০১৯ সাল থেকে নতুন যানবাহনের ক্ষেত্রে ‘ট্যাম্পার প্রুফ হাই-সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’-এর ব্যবহার শুরু হয়েছে।

সমস্ত পুরনো গাড়িতে নতুন নম্বর প্লেট বসানো হবে : গডকড়ি

এর মাধ্যমে সরকারি সংস্থাগুলি সহজেই যানবাহনগুলির বিষয়ে নির্ভুল তথ্য পায়। এবার কেন্দ্র পুরানো যানবাহনগুলিতেও এইচএসআরপি বসানোর সিদ্ধান্ত নিয়েছে।গডকড়ি আরও বলেন,

সমস্ত পুরনো গাড়িতে নতুন নম্বর প্লেট বসানো হবে : গডকড়ি

দেশের ৯৭% গাড়ি ইতিমধ্যেই ফাসট্যাগ ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থায় যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, দেশের সড়ক পরিকাঠামো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই হয়ে যাবে।

Most Popular