Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যটেট পাশ না করেও চাকরি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে মামলা, কাল হাজিরার নির্দেশ

টেট পাশ না করেও চাকরি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে মামলা, কাল হাজিরার নির্দেশ

স্টাফ রিপোর্টার : পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মেয়ের চাকরি নিয়ে ইতিমধ্যে কেলেঙ্কারি সামনে এসেছে। এবার অনুব্রত মন্ডলের মেয়ের চাকরি পাওয়া নিয়েও কলকাতা হাই কোর্টে মামলা করল আইনজীবী ফিরদৌস শামিম।বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন সুকন্যা মণ্ডল।

টেট পাশ না করেও চাকরি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে মামলা, কাল হাজিরার নির্দেশ

আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, অনৈতিক ভাবে, টেট পাশ না করেই স্কুলের চাকরি পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা।কোনওদিন তিনি বিদ্যালয়ে যাননি। রেজিষ্টার অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠানো হত। বাড়িতে বসে ওই খাতায় সই করতেন সুকন্যা।

টেট পাশ না করেও চাকরি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে মামলা, কাল হাজিরার নির্দেশ

এছাড়া অনুব্রত ঘনিষ্ঠ আরও পাঁচজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলেই দাবি তাঁর। আইনজীবীর দাবি, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, আপ্তসহায়ক অর্ক দত্ত, ভাইপো সাত্যকি মণ্ডল, তৃণমূল নেতা ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী, সুজিত বাগদিও বেআইনিভাবে চাকরি পেয়েছে।

টেট পাশ না করেও চাকরি, অনুব্রত-কন্যার বিরুদ্ধে মামলা, কাল হাজিরার নির্দেশ

আদালতের নির্দেশ অনুসারে, বৃহস্পতিবার অনুব্রতর মেয়েসহ বেআইনিভাবে চাকরি পাওয়া ৬ জনকে আদালতে হাজির করাতে হবে বীরভূমের পুলিশ সুপারকে। হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি।

Most Popular