Sunday, May 19, 2024
spot_img
Homeদেশমাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু

মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু

সংবাদ সংস্থা : ভারতে প্রথম মৃত্যু হল মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর।মৃত যুবক(২২) কেরলের ত্রিশূর জেলার চাভাক্কড়ের বাসিন্দা। বিদেশে থাকাকালীন তিনি আক্রান্ত হন। মাঙ্কিপক্সের মতো উপসর্গ থাকা ওই যুবকের মৃত্যুতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু

বিদেশ থেকে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়েই তিনি ভারতে ফিরেছিলেন। শারীরিক কিছু অস্বস্তি দেখা দেওয়ায় এবং এনসেফেলাইটিসের উপসর্গ নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নেন।বিদেশে থাকাকালীন তিনি মাঙ্কিপক্সের পরীক্ষাও করান।

মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু

এর মাঝেই শনিবার তাঁর আত্মীয়দের কাছে সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়। জানানো হয়, ওই যুবকের মাঙ্কিপক্সের পরীক্ষার রিপোর্ট পজিটিভ।ওই যুবকের সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Most Popular

error: Content is protected !!