Friday, April 26, 2024
spot_img
Homeজেলাপাথরপ্রতিমায় সিপিএমের সভায় অনিয়মের অভিযোগ

পাথরপ্রতিমায় সিপিএমের সভায় অনিয়মের অভিযোগ

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: এসএসসি এবং টেট দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার পাথরপ্রতিমার রাক্ষসখালিতে সিপিআইএমের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। এছাড়া পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়।

পাথরপ্রতিমায় সিপিএমের সভায় অনিয়মের অভিযোগ

এদিনের প্রতিবাদ সভায় ব্লক সিপিআইএম নেতা সত্যরঞ্জন দাস জানান, এমজি এনআরজিএস প্রকল্পের রাক্ষসখালি মৌজা টাকা নিয়ে গোবিন্দপুর ও রজবল্লভপুরে কংক্রিটের রাস্তা করা হয়েছে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।

পাথরপ্রতিমায় সিপিএমের সভায় অনিয়মের অভিযোগ

২০২১-২২ অর্থবর্ষে বাৎসরিক পরিকল্পনায় অনুমোদন থাকা সত্ত্বেও নিশিকান্ত জানার বাড়ি থেকে তালতলাঘাট পর্যন্ত ডবলসোলিং রাস্তা করা হয়নি। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। বর্তমানে সরকারি নিয়ম মেনে সমস্ত কাজকর্ম ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরিমল বারিক।

পাথরপ্রতিমায় সিপিএমের সভায় অনিয়মের অভিযোগ

কেন্দ্র বকেয়া টাকা না দেওয়ার কারণে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি জানান।

Most Popular