Friday, May 17, 2024
spot_img
Homeদেশগুজরাতি এবং রাজস্থানীদের সরিয়ে দিলে মহারাষ্ট্রে টাকাই থাকবে না, রাজ্যপালের মন্তব্যে তুমুল...

গুজরাতি এবং রাজস্থানীদের সরিয়ে দিলে মহারাষ্ট্রে টাকাই থাকবে না, রাজ্যপালের মন্তব্যে তুমুল বিতর্ক

সংবাদ সংস্থা : বিতর্কে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। তাঁর দাবি, যদি মহারাষ্ট্র বিশেষ করে মুম্বই এবং থানে থেকে গুজরাতি এবং রাজস্থানীদের সরিয়ে দেওয়া হয়, তবে মহারাষ্ট্রে কোনও টাকা অবশিষ্ট থাকবে না। এমনকী দেশের অর্থনৈতিক রাজধানীর তকমা হারাবে মুম্বই।

গুজরাতি এবং রাজস্থানীদের সরিয়ে দিলে মহারাষ্ট্রে টাকাই থাকবে না, রাজ্যপালের মন্তব্যে তুমুল বিতর্ক

মহারাষ্ট্রের রাজ্যপালের এই বক্তব্যের বিরোধিতা করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর অভিযোগ, মারাঠিদের অপমান করেছেন রাজ্যপাল কোশিয়ারি। রাজ্যপালের মন্তব্যের নিন্দা করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলেও।

গুজরাতি এবং রাজস্থানীদের সরিয়ে দিলে মহারাষ্ট্রে টাকাই থাকবে না, রাজ্যপালের মন্তব্যে তুমুল বিতর্ক

রাজ্যপালের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, মুম্বইবাসীর কাছে রাজ্যপালের ক্ষমা চাওয়া উচিত। যদিও বিতর্ক থামাতে সাফাই দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।

গুজরাতি এবং রাজস্থানীদের সরিয়ে দিলে মহারাষ্ট্রে টাকাই থাকবে না, রাজ্যপালের মন্তব্যে তুমুল বিতর্ক

তাঁর দাবি, কাউকে আঘাত করতে চাননি। বিশেষ করে মারাঠিদের আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। মহারাষ্ট্রের উন্নতিতে গুজরাতি এবং রাজস্থানীদের অবদান তিনি বোঝাতে চেয়েছিলেন।

Most Popular

error: Content is protected !!