Friday, April 26, 2024
spot_img
Homeজেলাবারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুড়ি গ্রামে কাঁটাখাল-উত্তরভাগ রাস্তার পাশে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতীদল ওই বাড়িতে ঢুকে তালা ভেঙে জিনিসপত্র বার করে এনে একটি চার চাকার গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরোলে তাঁদেরকে বাড়ি চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এখন প্রশ্ন, সেখান থেকে দুষ্কৃতীরা কী কী নিয়ে যাওয়ার জন্য এসেছিল? তবে কি এই বাগানবাড়িতেও প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র লুকানো ছিল? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। সিপিআইএমের পক্ষ থেকে এদিন ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের হাতে থাকা ফেস্টুনে লেখা ছিল, সমস্ত চোরকে জেলে পুরতে হবে।

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

চোরেরা জেগেছে, জনগণ সজাগ থাকুন। সব বেকারদের চাকরি দিতে হবে। সিপিআইএমের পক্ষ থেকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির মেন গেটের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তখন বেগমপুর পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূল নেতা সহ দলের কর্মীরা তাদের বাধা দেন ও হুমকি দেন। তাঁরা বলেন, শান্তি বিঘ্নিত হচ্ছে এলাকায়।

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

এখানে এইসব বিক্ষোভ করা যাবে না। তাঁরা আরও বলেন, এই বাড়িটি পার্থ চট্টোপাধ্যায়ের নয়। তবে ওই বাগানবাড়িটা দেখাশুনা করতেন দক্ষিণ ২৪ পরগনা জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আবু তাহের সর্দার। তিনি বলেন, এই বাগানবাড়িটি ২০১৩ সালের এপ্রিল মাসে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়ের নামে কেনা হয়েছিল।

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

আবু তাহের সর্দারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল। প্রায় দু’ বিঘা জমিতে বাগানবাড়িটি ছিল। প্রায় ২০ লক্ষ টাকা দাম নিয়েছিল। তিনি আরও বলেন, এই বাগানবাড়িতে এর আগেও কয়েকবার চুরি হয়েছিল। তবে আজ এই বাগানবাড়িতে কী কী চুরি হয়েছে, বলতে পারব না। তিন বছর আগে এখানে পার্থ চট্টোপাধ্যায় শেষবার এসেছিল।

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে মাঝরাতে চুরি

কিন্তু অর্পিতা মুখার্জিকে তিনি কোনও দিন দেখেননি। বাগানবাড়ি এলাকার মানুষজন জানিয়েছেন, অর্পিতা মুখার্জিকে দেখেছেন তাঁরা। এই বাগানবাড়িতে চুরির ঘটনায় বারুইপুর থানার পুলিশ তদন্ত করছে।

Most Popular