Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্যমামলার কিছু অংশ বদলানোর আবেদন, পার্থের আর্জি খারিজ হাই কোর্টে

মামলার কিছু অংশ বদলানোর আবেদন, পার্থের আর্জি খারিজ হাই কোর্টে

স্টাফ রিপোর্টার: পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় রবিবার আদালত যে নির্দেশ আদালত দিয়েছিল, তার কিছু অংশ বদলানোর আর্জি জানিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী।তাঁর আইনজীবী আদলতকে বলেছিলেন, কোর্টের পর্যবেক্ষণ এবং নির্দেশের কিছু অংশ না বদলালে পার্থের জামিন পেতে অসুবিধা হতে পারে।

মামলার কিছু অংশ বদলানোর আবেদন, পার্থের আর্জি খারিজ হাই কোর্টে

এমনকি পার্থের বিরুদ্ধে ওই নির্দশ হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে।কলকাতা হাই কোর্টের বিচারপতি সেই আর্জি বিবেচনা করবেন বলে জানালেও শেষ পর্যন্ত পার্থের আর্জি খারিজ করে দিয়েছে হাই কোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।জবাবে বিচারপতি বলেন ‘‘এ ভাবে রায়ের সংশোধন চাইছেন দেখে আশ্চর্য লাগছে।

মামলার কিছু অংশ বদলানোর আবেদন, পার্থের আর্জি খারিজ হাই কোর্টে

এটা কোনও আইনের শিক্ষকের কাজ নয় যে, ব্যাখ্যা দিতে হবে। তবু বিষয়টি বিবেচনা করে দেখব।’’ কিন্তু শেষপর্যন্ত পার্থের ওই রায় সংশোধনের আর্জি খারিজ করে দিয়েছেন আদালত। তবে একেবারেই রায় বদলায়নি তা নয়। হাই কোর্ট রবিবার তার নির্দেশে বলেছে, রায় কিছুটা বদলানো হয়েছে।

Most Popular

error: Content is protected !!