Friday, April 26, 2024
spot_img
Homeজেলামথুরাপুরের আবাদ ভগবানপুর অঞ্চলে বাড়ি বাড়ি বিনামূল্যে জল পৌঁছবে জলস্বপ্ন প্রকল্পে

মথুরাপুরের আবাদ ভগবানপুর অঞ্চলে বাড়ি বাড়ি বিনামূল্যে জল পৌঁছবে জলস্বপ্ন প্রকল্পে

সানওয়ার হোসেন, মথুরাপুর: সোমবার মথুরাপুর ১ নং ব্লকের আবাদ ভগবানপুর অঞ্চলে আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পের। জানা গিয়েছে, আগামী চার মাসের মধ্যে শেষে হবে এই প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় প্রায় দেড় হাজার পরিবার সুবিধা পাবে।

মথুরাপুরের আবাদ ভগবানপুর অঞ্চলে বাড়ি বাড়ি বিনামূল্যে জল পৌঁছবে জলস্বপ্ন প্রকল্পে

আবাদ ভগবানপুর অঞ্চলের প্রায় ৩২ কিমি এলাকা জুড়ে জল সরবরাহ হবে।সাতপুকুরিয়া পিএইচই-র অধীনে এই প্রকল্পের মাধ্যমে মাথাপিছু ৫৫ লিটার জল বিনা পয়সায় পৌঁছবে বাড়িতে।এদিন আবাদ ভগবানপুর অঞ্চলের ইমামুদ্দিপুরে জলস্বপ্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা।

মথুরাপুরের আবাদ ভগবানপুর অঞ্চলে বাড়ি বাড়ি বিনামূল্যে জল পৌঁছবে জলস্বপ্ন প্রকল্পে

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মানবেন্দ্র হালদার, সুন্দরবন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাপী হালদার, জলস্বপ্ন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রীতম দাস, মথুরাপুর ১ নং পঞ্চায়েত সমিতির শিশু নারী ও ত্রাণ জনকল্যাণ কর্মাধক্ষ্যা শাহানা খাতুন সহ আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Most Popular