Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যএসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

স্টাফ রিপোর্টার: এসএসসি মামলায় গ্রেফতারের পর দু’দিনের ইডি হেফাজতে থাকা শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার সায়েন্সেস-এর আইসিসিইউতে চিকিৎসা চলছে পার্থর।

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিটের ১৮ নম্বর কেবিনে তাঁকে পরীক্ষা করেন নেফ্রোলজি, কার্ডিয়োলজি, এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পার্থকে কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি করিয়ে চিকিৎসা হচ্ছে বলে সূত্রের খবর। চিকিৎসকদের ছ’জনের একটি দল তৈরি করা হয়েছে। তাঁরাই পার্থের চিকিৎসা করছেন। হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী৷ এছাড়াও তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও চিকিৎসকদের জানিয়েছিলেন পার্থবাবু৷অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২১ কোটি টাকা উদ্ধার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।রবিবার বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে সওয়াল-জবাবের পর বিচারক তাঁকে একদিনের হেফাজতের নির্দেশ দেন।

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

শুনানির সময় আদালতে ইডির আইনজীবী বলেন, “এই তদন্তে যা তথ্য উঠে আসছে তা অনেকটা পেঁয়াজের মতো। একটা করে খোসা সরালে আরও টাকা তথ্য সামনে আসবে। উনি পার্থ চট্টোপাধ্যায়ের শুভাকাঙ্খী এবং ঘনিষ্ঠ। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ১৪, ১৫টা জমির দলিলের কপি পাওয়া গিয়েছে। এছাড়া একাধিক বেনামে সম্পত্তির নথিও পাওয়া গিয়েছে। আলি বাবার জহরতের মতো টাটা গয়না রাখা ছিল ওই ফ্ল্যাটে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মন্ত্রীর নামের বিভিন্ন সরকারি খাম পাওয়া গিয়েছে।”

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

আদালতে ইডির সাবমিশন, তল্লাশ করে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ উদ্ধার হয়েছে। সেই টাকা কোথা থেকে পেলেন তিনি? তা জানার জন্য জেরা প্রয়োজন। অন্যদিকে অর্পিতার আইনজীবী জামিনের আবেদন করেন৷আইনজীবীরা বলেন, অর্পিতা মুখোপাধ্যায় সমস্তরকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। তাঁকে জামিন দেওয়া হোক।

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

কিন্তু তাঁদের সেই দাবির বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। এমনকী তিনি যাতে এসএসকেএম ভর্তি হতে না পারেন, সেই আবেদনও জানানো হয়। জানানো হয়, জোকা ইএসআই হাসপাতালের রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা নেই।

এসএসকেএম- এ পার্থ, হেফাজতে অর্পিতা, আগামীকাল আদালতে পেশ

আদালত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়ে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।আগামীকাল দু’জনেরই জামিনের আর্জির শুনানি রয়েছে আদালতে।

Most Popular