Friday, April 26, 2024
spot_img
Homeজেলাকাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক মঞ্চস্থ তপন থিয়েটারে

কাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক মঞ্চস্থ তপন থিয়েটারে

প্রদীপকুমার সিংহ: কাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক ‘নীড়ে ফেরা’ নাটকটি গত ২০ জুলাই, বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় কলকাতার তপন থিয়েটারে। এই নাট্যদলের সম্পাদক জানান, নাটকের মূল ভাবনা ছিল সহায় সম্বলহীন পথবাসী কতগুলো মানুষকে তাদের অতীত জীবনে ফিরিয়ে দেওয়া।

কাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক মঞ্চস্থ তপন থিয়েটারে

যা একান্তভাবে সম্ভব, পরশমণির ছোঁয়ায়। এককথায় বলা যায় যে লোহা নাকি সোনা হয়। কথাটা রূপক অর্থে। আসলে পরশমণি হচ্ছে ভালোবাসা। এই আবেগময় আবেদনের বাস্তব ছবি ফুটে উঠেছে ‘নীড়ে ফেরার’ মধ্যে দিয়ে।নাটকটির লেখক শ্যামাকান্ত দাস, পরিচালক করুণ তরফদার।

কাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক মঞ্চস্থ তপন থিয়েটারে

যন্ত্রসঙ্গীতে অশোক সামন্ত ও স্বপন সামন্ত, মণ্ডপসজ্জায় টিংকু ও মদন সম্প্রদায়, সাজসজ্জায় কাশীনাথ প্রামাণিক, আলোকসজ্জায় লাল (সমর ব্যানার্জি)। ব্যবস্থাপনায় অর্ধেন্দু সরকার, অর্ণব ভট্টাচার্য ও সোনালী সাহা।

কাশীপুর অন্যরূপ প্রযোজিত নাটক মঞ্চস্থ তপন থিয়েটারে

নাটকটিতে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১৪ জন অভিনেতা অভিনেত্রী এই নাটকে বলিষ্ঠ অভিনয় করেন। তপন থিয়েটারে এদিন সন্ধ্যায় বেশ ভালোই দর্শক হয়েছিল। দর্শকরা এই নাটক দেখে অভিভূত।

Most Popular