Friday, May 17, 2024
spot_img
Homeরাজনীতি'সৌজন্য জানে না, তাই ২১ জুলাই পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপিকে': ফিরহাদ

‘সৌজন্য জানে না, তাই ২১ জুলাই পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপিকে’: ফিরহাদ

স্টাফ রিপোর্টার: ২১ জুলাই কলকাতায় তৃণমূল বৃহৎ সমাবেশ করবে। কিন্তু উলুবেড়িয়াতে ওই দিনই পাল্টা ‘উলুবেড়িয়া চলো’ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সেই কর্মসূচিতে হাজির হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

'সৌজন্য জানে না, তাই ২১ জুলাই পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপিকে': ফিরহাদ

কিন্তু সেই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ।এবার বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।ফিরহাদ বলেন, ‘‘আমাদের কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ আসবেন। আর ওদের সমাবেশে থাকবে গুটি কয়েক লোক। ওই পথ দিয়ে আমাদের কর্মীদের যাতায়াতের সময় ইচ্ছাকৃত ভাবে ঢিল মেরে গোলমাল পাকানোর চেষ্টা হতেই পারে।’’

'সৌজন্য জানে না, তাই ২১ জুলাই পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপিকে': ফিরহাদ

তিনি আরও বলেন, ‘‘আমাদের রাজ্যে রাজনৈতিক সৌজন্য আছে যে, কোনও দিন ২১ জুলাই বা ব্রিগেড সমাবেশ থাকলে পাল্টা কোনও কর্মসূচি রাখা হয় না। কিন্তু বিজেপি সেই সৌজন্য জানে না।

'সৌজন্য জানে না, তাই ২১ জুলাই পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপিকে': ফিরহাদ

তাই সব সময় গোলমাল, দাঙ্গা পাকাতে এই ধরনের পাল্টা কর্মসূচি নেয় ওরা। রাজনৈতিক ফায়দা তুলতে এই কাজ ওরা করতেই পারে।’’

Most Popular

error: Content is protected !!