Tuesday, May 21, 2024
spot_img
Homeরাজ্যপুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ৩

পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ৩

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি : পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় শিলিগুড়ির বাঘাযতীন কলোনী থেকে ৩ যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সকালে শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট কুয়ার ভূষণ সিং।

পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে , শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন কলোনী এলাকাতে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ নিচ্ছিল বেশ কিছু যুবক ও যুবতী। পুলিশের কাছে খবর এলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়।

পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ৩

এরপরই পুলিশ জানতে পারে, চাকরি পাওয়ার জন্য বালুরঘাটের একটি চক্রকে তারা টাকা দিয়েছিল। সেই টাকার ভিত্তিতেই শনিবার তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ঘটনা জানার পরই পুলিশ তদন্ত শুরু করে। পারে বালুরঘাটের তিনজন এই চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করে।

পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার ৩

এর সঙ্গে আরও একজন রয়েছে বলে জানা যায়। সেই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। তবে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পুলিশের উর্দি, টুপি , মোবাইল ও নগদ টাকা।

Most Popular

error: Content is protected !!