Saturday, April 20, 2024
spot_img
Homeকলকাতাআরও জোরদার হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা

আরও জোরদার হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে যুবকের ঢুকে পড়ার জেরে আরও জোরদার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷নবান্ন সূত্রে খবর, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকের পাঁচিল বরাবর জায়গা ১৩ থেকে ১৪ ফুট অ্যালুমিনিয়াম শিট দিয় ঘিরে দেওয়া হবে৷

আরও জোরদার হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা

এতদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকে কংক্রিটের দেওয়াল ছিল। কংক্রিটের দেয়ালের পাশাপাশি থাকবে অ্যালুমিনিয়াম সিেটর প্রাচীর। এই অ্যালমুনিয়াম শিটের প্রাচীর টপকে সহজে কেউ উঠতে পারবে না৷এ ছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরাদারি চালাতে পাশাপাশি দু’টি ওয়াচ টাওয়ার বসানো হবে।

আরও জোরদার হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা

একটি ওয়াচ টাওয়ার বসানো হবে আলিপুর জেল সংলগ্ন এলাকায়৷ অন্যটি থাকবে আদি গঙ্গা লাগোয়া বলরাম ঘাটের দিকে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবার থেকে প্রতি শিফটে ৩০ জন পুলিশকর্মী থাকবেন৷ সিসিটিভি-র নজরদারিও আরও বাড়ানো হবে৷ শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, গত শনিবারের ঘটনার পর নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরালো করা হয়েছে৷

Most Popular