Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা: খারিজ রাজ্যের আর্জি

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা: খারিজ রাজ্যের আর্জি

স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।কেন মেধাতালিকা প্রকাশ করা হল না?‌ এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা তাপস ঘোষ।মঙ্গলবার সেই জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা: খারিজ রাজ্যের আর্জি

আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এত বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ প্রক্রিয়া আট বছর অতিক্রান্ত হয়েছে। এতদিন পর জনস্বার্থ মামলা খারিজের আবেদন জানায় রাজ্য। যদিও তা মানল না কলকাতা হাইকোর্ট।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা: খারিজ রাজ্যের আর্জি

বরং আদালত জানায়, এই মামলাটি গ্রহণযোগ্য।4 সপ্তাহের মধ্যে সব পক্ষকেই হলফনামা জমা দিতে হবে।আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

Most Popular