Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যভূমি দফতরের নিচুতলার কাজে নজরদারিতে কমিটি গঠনের সিদ্ধান্ত

ভূমি দফতরের নিচুতলার কাজে নজরদারিতে কমিটি গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: এ বার ভূমি দফতরের নীচুতলার কাজে সরাসরি নজরদারির বন্দোবস্ত করল নবান্ন।মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। যে বৈঠকের বিষয়ই ছিল বিএলআরওদের কাজ।

ভূমি দফতরের নিচুতলার কাজে নজরদারিতে কমিটি গঠনের সিদ্ধান্ত

সেই বৈঠকের পর নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দফতর নিয়ে আরও বেশ কয়েকটি বৈঠক হয়। সেই বৈঠকগুলিতেই স্থির হয়, এ বার থেকে বিএলআরও অফিসগুলির ওপর নজর রাখতে একটি নজরদারি কমিটি তৈরি হবে। ব্লক স্তরের এই কমিটির মাথায় থাকবেন বিডিও, স্থানীয় থানার ওসি ও বিএলআরও।

ভূমি দফতরের নিচুতলার কাজে নজরদারিতে কমিটি গঠনের সিদ্ধান্ত

এই কমিটি বিএলআরও অফিসের কাজের রিপোর্ট সময়ে সময়ে নবান্নে পাঠাবেন। তারপরই সেই রিপোর্ট খতিয়ে দেখে যাবতীয় সিদ্ধান্ত নেবে নবান্ন।

Most Popular