Friday, April 26, 2024
spot_img
Homeদেশ‘মাথা কেটে ফেললেও গুয়াহাটি যাব না’, হুঙ্কার রাউতের

‘মাথা কেটে ফেললেও গুয়াহাটি যাব না’, হুঙ্কার রাউতের

সংবাদ সংস্থা : আগামীকাল আর্থিক দুর্নীতির মামলায় সঞ্জয় রাউতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ সকাল ১১টায় ইডির মুম্বই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে সঞ্জয় রাউতকে। মুম্বইয়ের ‘পাটরা চউল’ জমি কেলেঙ্কারির মামলায় রাজ্যসভার ওই সাংসদকে ডেকে পাঠানো হয়েছে।

‘মাথা কেটে ফেললেও গুয়াহাটি যাব না’, হুঙ্কার রাউতের

এদিকে, সমন পাওয়ার পর ইডির বিরুদ্ধে তোপ দেগেছেন রাউত। তিনি বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ষড়যন্ত্র করছে। আজ মহারাষ্ট্রে আমরা বালাসাহেবের সৈনিকরা একটি বড় যুদ্ধ করছি। আমাদের থামাতে ষড়যন্ত্র করা হচ্ছে।

‘মাথা কেটে ফেললেও গুয়াহাটি যাব না’, হুঙ্কার রাউতের

কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে লেলিয়ে দিয়ে আমাদের থামানো যাবে না। আমি ইডির কাছে হাজিরা দেব না। কিছুটা সময় চেয়ে নেব।” শিব সেনার ‘বিদ্রোহী’দের তোপ দেগে রাউত বলেন, ”মাথা কেটে ফেললেও আমি গুয়াহাটি যাব না।”

Most Popular