Friday, April 26, 2024
spot_img
Homeজেলাকাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা ও রাজ্য সরকারের প্রাপ্য টাকা না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৃথকভাবে দুটি মিছিল বের করা হয়।

কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

মূলত প্রতাপাদিত্য নগর, স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা।

কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

এদিন প্রতিবাদ মিছিলের পাশাপাশি কাকদ্বীপ এসডি ১৯ বাসস্ট্যান্ডে পথসভারও আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মন্টুরাম পাখিরা, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যব্রত মাইতি, কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয়কৃষ্ণ দাস, যুব তৃণমূল নেতা দেবাশীষ দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

এদিন প্রতিবাদ সভা থেকে বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, “সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজে প্রথম স্থান অধিকার করেছে। অথচ কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে বঞ্চনা করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। এমনকি আবাস যোজনার বেশিরভাগ টাকা রাজ্য সরকার দিয়ে থাকে।

কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

কেন্দ্রীয় সরকার এই যোজনায় যেটুকু টাকা দিয়ে থাকে, সেই টাকাও রাজ্যকে দিচ্ছে না। যে কারণে রাজ্যের বহু মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছেন না। রাজ্যের ন্যায্য টাকা আটকে রেখে, কেন্দ্র সরকার রাজ্যের প্রতি বঞ্চনা করছে।

কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

এরই প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।” আগামী দিনে কাকদ্বীপ ব্লকের বাকি অঞ্চলগুলিতেও এই প্রতিবাদ সভার আয়োজন করা হবে বলে তিনি জানান।

Most Popular