Friday, April 26, 2024
spot_img
Homeরাজনীতি'আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম', জেলা শাসকের কাজে ক্ষোভ মমতার

‘আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম’, জেলা শাসকের কাজে ক্ষোভ মমতার

স্টাফ রিপোর্টার : পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে গিয়ে জেলা প্রশাসনের কাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠকে জেলায় ইটভাটা থেকে আদায় হওয়া রাজস্ব গায়েব হয়ে যায় বলে অভিযোগ করেন এক তৃণমূল নেতা।

'আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম', জেলা শাসকের কাজে ক্ষোভ মমতার

জানান, কয়েকজনের পকেটে ঢোকে সেই টাকা। এর পরই মুখ্যমন্ত্রী জেলাশাসককে বলেন, ‘ডিএম তুমি শুনতে পাচ্ছে? এটা তৃণমূল করেনি। প্রশাসনের নীচুতলায় যারা শুল্ক আদায় করে তারা সেই টাকা সরকারের ঘরে জমা দেয় না।

'আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম', জেলা শাসকের কাজে ক্ষোভ মমতার

কিছুটা দেয়। বাকীটা নিজেরা খেয়ে নেয়। কী জেলা চালাচ্ছো তুমি! এতদিন ধরে আছো! আমার ধারনাটাই বদলে গেল। এতকিছু দিচ্ছি মানুষকে।

'আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম', জেলা শাসকের কাজে ক্ষোভ মমতার

অথছ কিছু লোক এত লোভী কেন! আমার পার্টির লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম। এদের আমি সব সময় শাসন করি।’

Most Popular