Friday, April 26, 2024
spot_img
Homeদেশবিপর্যস্ত অসমে মৃত বেড়ে ২৬

বিপর্যস্ত অসমে মৃত বেড়ে ২৬

সংবাদ সংস্থা : অসমে বন্যা পরিস্থিতি ও ধসের জেরে মৃত বেড়ে হয়েছে ২৬। প্লাবন পরিস্থিতিতে ১৭টি জেলায় ৫.৮ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিপর্যস্ত অসমে মৃত বেড়ে ২৬

অসমে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,বরপেটা, কাছাড়, দারাং, ধুবড়ি, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হোজাই, জোরহাট, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, কার্বি আংলং পশ্চিম, করিমগঞ্জ, লখিমপুর, নগাঁওয়ের মতো জেলাগুলি প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিপর্যস্ত অসমে মৃত বেড়ে ২৬

বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ছয় সদস্যের বিশেষ দল তৈরি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের রবীনেশ কুমারের নেতৃত্বে এই দল আগামী ২৭ ও ২৮ মে কাছাড়, ডিমা হাসাও, দারাং, নগাঁও, হোজাই জেলা ঘুরে দেখবে।

বিপর্যস্ত অসমে মৃত বেড়ে ২৬

বর্তমানে জলের তলায় ১৩৭৪টি গ্রাম। ৬৪০৯৮.৯২ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।

Most Popular