Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যঅ্যাপ বাইক নিয়ন্ত্রণে ৪ সদস্যের কমিটি

অ্যাপ বাইক নিয়ন্ত্রণে ৪ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার: শহরে অ্যাপ নির্ভর বাইক গুলি নিয়ন্ত্রণে কোনও সরকারি বিধি নেই। এই পরিস্থিতিতে অ্যাপ ক্যাবের মতো যাতে অ্যাপ নির্ভর বাইকগুলিতে কোনও সমস্যা দেখা না দেয় তার জন্য আগেভাগেই নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্য সরকার। এ বিষয়ে উদ্যোগী হয়ে রাজ্য সরকার অ্যাপ নির্ভর বাইকের ভাড়া এবং অন্যান্য বিষয় নির্ধারণ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে।

অ্যাপ বাইক নিয়ন্ত্রণে ৪ সদস্যের কমিটি

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই কমিটি অ্যাপ নির্ভর বাইকের ন্যূনতম ভাড়া ঠিক করার পাশাপাশি বাণিজ্যিক গাড়ির মতো বাইকে হলুদ নম্বর প্লেট ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। নবান্নের অনুমতি পেলেই বাইকের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর হবে। এর ফলে অ্যাপ নির্ভর বাইক নিয়ন্ত্রণ সম্ভব হলে ফিরহাদ হাকিম জানিয়েছেন।

Most Popular