Friday, April 26, 2024
spot_img
Homeদেশবিহারে ঝড়বৃষ্টিতে মৃত ৩

বিহারে ঝড়বৃষ্টিতে মৃত ৩

সংবাদ সংস্থা : বজ্রপাত ও ঝড়বৃষ্টির জেরে বিহারের ১৬টি জেলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিজনদের চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। ঝড়বৃষ্টিতে বিহারে ফসলেরও ক্ষতি হয়েছে।

বিহারে ঝড়বৃষ্টিতে মৃত ৩

পটনায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে আরও দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সীতামারী, মুজফফরপুর, দ্বারভাঙা, মধুবনী, পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Most Popular